পার্বত্য এলাকায় প্রথাগত প্রশাসনের ভাতা বাড়াল সরকার

তিন পার্বত্য জেলায় রাজা, হেডম্যান ও কারবারিদের সম্মানী বাড়াল সরকার ।
অসীম রায় (অশ্বিনী): পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনায় নিয়োজিত সার্কেল চিফ (রাজা), হেডম্যান ও কারবারিদের সম্মানী ভাতা বৃদ্ধি করেছে সরকার। সোমবার (০৯ জানুয়ারি ২০২৬) পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী সোমবার থেকে নতুন সম্মানী ভাতার হার কার্যকর হবে। সংশোধিত হার অনুযায়ী এখন থেকে সার্কেল চিফরা মাসিক ২০ হাজার টাকা, মৌজা প্রধান বা হেডম্যানরা মাসিক ২ হাজার টাকা এবং কারবারি বা পাড়া প্রধানরা মাসিক ১ হাজার টাকা করে সম্মানী ভাতা পাবেন।
এর আগে সার্কেল চিফরা মাসিক ৫ হাজার টাকা, হেডম্যানরা ১ হাজার টাকা এবং কারবারিরা ৫০০ টাকা করে সম্মানী ভাতা পেতেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সম্মানী ভাতা বৃদ্ধির জন্য এই খাতে কোনো অতিরিক্ত বাজেট বরাদ্দ দেওয়া হবে না। বিদ্যমান রিসোর্স সিলিংয়ের আওতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাড়তি সম্মানী ভাতা নির্বাহ করবে।
উল্লেখ্য, ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি (হিল ট্র্যাক্টস রেগুলেশন) অনুযায়ী সমগ্র পার্বত্য চট্টগ্রাম অঞ্চল চাকমা, বোমাং ও মং—এই তিনটি সার্কেলে বিভক্ত। তিন সার্কেলের আওতায় বর্তমানে মোট ৩৭৬টি মৌজা, যেখানে একজন করে ৩৭৬ জন হেডম্যান দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রতিটি পাড়ায় একজন করে প্রায় সাড়ে চার হাজার কারবারি প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
সংশ্লিষ্টদের মতে, সম্মানী ভাতা বৃদ্ধির ফলে সরকারি তহবিল থেকে প্রতিবছর আনুমানিক আরও প্রায় ৭৭ লাখ ৫৩ হাজার টাকা অতিরিক্ত ব্যয় হবে।







