চট্টগ্রামে শীতার্ত এতিম ও শ্রমিকদের মানবিক সহায়তা

চট্টগ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন।

শহিদুল ইসলাম, প্রতিবেদক: চট্টগ্রামে শীতার্ত জাহাজী শ্রমিক ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী মিয়া চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) চট্টগ্রামের সদরঘাটস্থ মাঝিরঘাটে অবস্থিত চট্টগ্রাম লাইটারস শ্রমিক ফেডারেশনের বিভাগীয় কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মানবিক পুলিশ হিসেবে পরিচিত মোহাম্মদ মিজানুর রহমান।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান মোঃ নুরুল হুদা চৌধুরী।

বক্তারা বলেন, শীত মৌসুমে নদীতে কর্মরত জাহাজী শ্রমিক ও অসহায় এতিমদের দুর্ভোগ সবচেয়ে বেশি। এমন পরিস্থিতিতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এবং বীর মুক্তিযোদ্ধা ট্রাস্টের এই মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তারা আরও বলেন, সমাজের বিত্তবান শ্রেণি ও বিভিন্ন সামাজিক সংগঠন যদি মানবিক কাজে এগিয়ে আসে, তবে ধনী-গরিব বৈষম্য অনেকটাই কমে আসবে। বৈরী আবহাওয়া ও দুর্যোগকালে খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ানোই প্রকৃত সামাজিক দায়বদ্ধতা।

শীতবস্ত্র পেয়ে জাহাজী শ্রমিক ও এতিমদের মুখে হাসি ফুটে ওঠে। তারা বলেন, “এই হাড়কাঁপানো শীতে আমাদের পাশে দাঁড়ানোয় আমরা কৃতজ্ঞ ও আনন্দিত।”

গ্রীণ চট্টগ্রাম অ্যালায়েন্সের সদস্য সচিব ও সাংবাদিক স. ম. জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,  সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব ফারজানা আফরোজ, জান্নাতুল ইসলাম বৃষ্টি, মো. আব্দুল মোমেন, আমিনুল হক, নাদিয়া সুলতানা, সাংবাদিক নজীব চৌধুরী, গ্রীণ চট্টগ্রাম অ্যালায়েন্সের বৈজ্ঞানিক সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান এবং চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন জসীম উদ্দিন, মোঃ ইয়াছিন ভূঁইয়া, হাফেজ মোহাম্মদ ইসমাইল, মোঃ ইয়াহিয়া খান কুতুবী, মোঃ জাহাঙ্গীর আলম, খলিল সিকদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত