১০ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ স্বেচ্ছাসেবক দলের

মুছাব্বির হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
টুইট ডেস্ক: রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনার জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আগামী শনিবার (১০ জানুয়ারি) ঢাকাসহ সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল।
মুছাব্বিরকে হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতপরিচয় ৩-৪ জনের নাম উল্লেখ রয়েছে। হত্যাকাণ্ড ঘটেছিল ৭ জানুয়ারি রাত ৮টা ৪০ মিনিটে তেজতুরী বাজার স্টার কাবাবের গলিতে।
ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়েছেন কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ, যিনি গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।






