সরকারকে বেকায়দায় ফেলতে মুছাব্বির হত্যাকাণ্ড : মির্জা ফখরুল

দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
টুইট ডেস্ক: ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দুষ্কৃতকারীরা দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে চেষ্টা করছে। মুছাব্বির হত্যাকাণ্ড সেই অপতৎপরতারই নির্মম প্রকাশ।
তিনি দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের পাশাপাশি অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নিহতের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, বুধবার (৭ জানুয়ারি) রাতে দুষ্কৃতকারীরা মুছাব্বিরকে গুলি করে হত্যা করে।






