হোল্ডারের মন্তব্যে ভারতীয় সমর্থকদের ক্ষোভ

সামাজিক যোগাযোগমাধ্যমে বয়কটের ডাক, আইপিএলে খেলার ভবিষ্যৎ অনিশ্চিত

টুইট ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জেসন হোল্ডার এশিয়া কাপ জয়ের পর ভারতীয় দলের ট্রফি গ্রহণ না করাকে ‘মাত্রাতিরিক্ত’ বলে অভিহিত করেছেন। তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় সমর্থকদের মধ্যে তোপের মুখে পড়েছেন তিনি। কিছু সমর্থক আইপিএল থেকে তাকে বাদ দেয়ার দাবি তুলেছেন।

পডকাস্ট ‘গেম উইথ গ্রেস’-এ হোল্ডার বলেন, ভারত-পাকিস্তান ম্যাচে পারস্পরিক সম্মান ও হাত মেলানোর মতো ছোট ছোট আচরণ ক্রিকেটের ভেতরে ও বাইরে শান্তি বার্তা পাঠাতে পারে। তিনি বলেন, বিশ্বশান্তির কথা বললে আমাদের আইডলদের কাছ থেকে এমন আচরণ দেখা উচিত।

হোল্ডারের মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, আসন্ন আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে তিনি খেলতে পারবেন কি না। নিলামে ৭ কোটি রুপিতে দলভুক্ত হওয়া এই ক্যারিবিয়ান অলরাউন্ডারের ভবিষ্যৎ এখন অনিশ্চিত, মোস্তাফিজুর মতো রাজনীতির কারণে আইপিএল থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে।