রাজশাহীতে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার

রাজপাড়া থানা ও দামকুড়া থানার যৌথ অভিযানে মোটরসাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে রাজপাড়া থানা পুলিশের অভিযানে দামকুড়া থানার সহযোগিতায় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের নাম মোঃ সিজানুর ইসলাম (২৫), শ্রীরামপুর গ্রামের মৃত রাজু আহমেদের ছেলে।

ভুক্তভোগী মোঃ রামীম ইমতিয়াজ কাব্য তার ব্যবহারিক নীল রঙের অ্যাপাচি RTR ১৬০ সিসি মোটরসাইকেল ২ ডিসেম্বর রাজপাড়া থানাধীন শ্রীরামপুরে ছেড়ে চলে যাওয়ার পর এটি চুরি হয়। ভুক্তভোগীর পিতার লিখিত অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ অভিযান শুরু করে।

অভিযানের ধারাবাহিকতায় ৮ জানুয়ারি দুপুর ১২:৩০ মিনিটে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দামকুড়া থানার সহযোগিতায় মোটরসাইকেলসহ সিজানুর ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা চলছে।