রাজশাহীর বাঘায় ভোটকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার

পুলিশ সুপার মো. নাঈমুল হাছান বাঘার চকরাজাপুর ও চরকালিদাসখালী কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান ৮ জানুয়ারি বাঘা থানার ভোটকেন্দ্র পরিদর্শন করেন। তিনি চকরাজাপুর উচ্চ বিদ্যালয়, চরকালিদাসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্বচকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের সর্বোচ্চ দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বাঘা থানার দুর্গম চরের ভোটকেন্দ্রগুলিতে আইন-শৃঙ্খলা রক্ষা ও শান্তি বজায় রাখতে তৎপর থাকার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এ.টি.এম মাইনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) মোঃ খালেদ হোসেন ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।