রাজশাহীর বাগমারায় খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলায় সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় উপজেলা সদর ভবানীগঞ্জ আলু হাটিতে এ আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের আয়োজন করেন বাগমারা উপজেলা বিএনপি, ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্সাল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জহুরুল আলম বাবু, বিএনপি নেতা সরদার সানিয়াত হোসেন শুভ, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, জেলা মহিলা দলের সভাপতি শামসাদ বেগম মিতালী, উপজেলা যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
দোয়া মাহফিল শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন রাজশাহী জেলা ওলামা দলের সদস্য মকলেছুর রহমান মুকুল।






