বান্দরবান প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন দুই গুণী ব্যক্তি

প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন রাজপুত্র সাচিং প্রু জেরী ও থানজামা লুসাই।

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে বান্দরবান প্রেসক্লাবের আজীবন সদস্য পদ প্রদান করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের হোটেল সি প্যালেস লিমিটেডে আয়োজিত বান্দরবান প্রেসক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে এই দুই গুণী ব্যক্তিকে আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব গৃহীত হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। পাশাপাশি ক্লাবের সদস্যদের কল্যাণে বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বান্দরবান প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন. এ. জাকিরের আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি মো. নাছিরুল আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ. এম. সম্রাট, সাধারণ সম্পাদক জহির রায়হান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, দৈনিক নীলগিরি পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক লিটন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল হাকিম, মিলন চক্রবর্তী, অর্থ সম্পাদক মোছা. ফারুকীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।