জয়পুরহাটে ভোটের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট: জয়পুরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষকে জানাতে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ প্রচারণা চালিয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘মিনি কারাভ্যান’ বহরের গাড়িটি শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানসহ বিভিন্ন এলাকায় প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে।

দেশের চাবি আপনার হাতে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’তে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের আর্তনাদ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার ও গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে বার্তাও পৌঁছে দেওয়া হয়।

প্রদর্শনী চলাকালে স্থানীয় উৎসুক মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান ও জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন।