রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাত ১১টা ২০ মিনিটে চারঘাট থানাধীন বালাদিয়াড় গ্রামে তার বসতবাড়ির মূল ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম মো. আ. রহমান (৫২)। তিনি চারঘাট উপজেলার বালাদিয়াড় গ্রামের মৃত আজের মোল্লার ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ডিবির এসআই মো. মাহাবুব আলম সঙ্গীয় ফোর্সসহ ওই দিন রাত ১০টা ৪৫ মিনিট থেকে চারঘাট থানাধীন ভাটপাড়া বাজার ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বালাদিয়াড় গ্রামে মো. আ. রহমানের বাড়ির সামনে দুইজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদ পেয়ে রাত ১০টা ৫৫ মিনিটে সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করে। এ সময় রাত ১১টা ২০ মিনিটে মো. আ. রহমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে একটি নীল রঙের এয়ারটাইট পলিব্যাগে থাকা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানকালে মো. নাজমুল ইসলাম বাবু নামের আরেক মাদককারবারি পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে চারঘাট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।