মুম্বাইয়ে উগ্র হিন্দুদের বিক্ষোভে বাংলাদেশ পতাকা আক্রান্ত

মুম্বাইয়ে বাংলাদেশের পতাকা ছিঁড়ে সহিংস বিক্ষোভ: ভারতীয় উগ্রবাদী হিন্দুদের বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার।

টুইট ডেস্ক: ভারতের মুম্বাই শহরে বাংলাদেশ মিশনের সামনে উগ্রবাদী হিন্দুদের সহিংস বিক্ষোভের খবর পাওয়া গেছে, যেখানে অভিযোগ করা হয়েছে, তারা বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেছে এবং ‘বাংলাদেশ মুর্দাবাদ’সহ উসকানিমূলক স্লোগান দিয়েছে। এই ঘটনায় বাংলাদেশের কলকাতা মিশন থেকে ভারতীয়দের জন্য পর্যটন ভিসা সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বুধবার বিকেল ৫টার দিকে প্রায় দেড়শর উগ্রবাদী হিন্দু হঠাৎ বাংলাদেশ মিশনের সামনে হাজির হন। তারা সহিংসতা শুরু করলে স্থানীয় নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের সরিয়ে মিশনকে নিরাপদে রাখে। মিশনের কর্মকর্তারা নিরাপদে রয়েছেন।

পূর্বে ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশের মিশনগুলোতে ধারণা করা হিন্দু জঙ্গিদের দাঙ্গা এবং ভিসা সেন্টারে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এছাড়া হাইকমিশনারসহ কর্মকর্তাদের হত্যার হুমকির খবরও পাওয়া গেছে। সাম্প্রতিক ঘটনায়, বাংলাদেশের জাতীয় পতাকায় আঘাত হওয়া এই প্রথম।

বাংলাদেশে হিন্দু নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে উগ্র হিন্দু জঙ্গিরা ভারতের বিভিন্ন স্থানে নিয়মিত বিক্ষোভ চালাচ্ছে। এর মধ্যে দিল্লি এবং আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনগুলোও লক্ষ্যবস্তু হয়েছে।

সাবধানতার কারণে কলকাতার বাংলাদেশ মিশন ভারতীয়দের জন্য পর্যটন ভিসা বন্ধ করেছে। তবে কর্মসূত্রে এবং ব্যবসায়িক কাজে ভিসা সেবা চালু রাখা হয়েছে। নিরাপত্তা সূত্র বলেছে, নির্বাচনের আগে দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।

বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কূটনৈতিক সূত্র মনে করাচ্ছেন, নির্বাচন সামনে রেখে ভারতে অবস্থিত কিছু উগ্রবাদী শক্তি দেশে অরাজকতা সৃষ্টি করতে পারে।