আরটিএসএর সভাপতি জাহিদ, সম্পাদক রকি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত অধিকার সুরক্ষা, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করেছে রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশন। বুধবার (৭ জানুয়ারী) সন্ধ্যায় নগরীর পিঁপড়া আপ্যায়ন ও কনভেনশন সেন্টার মিলনায়তনে সংগঠনের সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে এসএ টিভির রাজশাহী ব্যুরো প্রধান জাহিদ হাসানকে সভাপতি এবং আরটিভির রাজশাহী প্রতিনিধি মোস্তাফিজ রকিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়াও নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাই টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি শাহরিয়ার অন্তু, কোষাধ্যক্ষ পদে বাংলা ভিশনের ক্যামেরাপারসন সজল মাহমুদ, দপ্তর সম্পাদক আনন্দ টিভির রাজশাহী প্রতিনিধি মোমিন ওয়াহিদ হিরো নির্বাচিত হন।

এছাড়াও নতুন কমিটির কার্যনির্বাহী সদস্য পদে মনোনিত এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দীন ছোটন, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার সৌরভ হাবিব এবং একুশে টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন। নির্বাচিত হয়েছে।

পরে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক, মাহফুজুর রহমান রিটন, মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, এনসিপি মহানগরের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক সাইফুর রহমান হীরক, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, রাজশাহীর স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট এনামুল হক, সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘‘রাজশাহীতে টেলিভিশন সাংবাদিকদের সংখ্যা দিন দিন বাড়লেও তাদের জন্য কোনো স্বতন্ত্র কার্যকর সংগঠন ছিল না। নতুন এই সংগঠন টেলিভিশন সাংবাদিকদের পেশাগত সমস্যা, নিরাপত্তা, প্রশিক্ষণ এবং নৈতিক সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’

সংগঠনের নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান বলেন, “রাজশাহীতে টেলিভিশন সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলায় সংগঠনটি পাশে থাকবে।”

সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি বলেন, “সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে আমরা কাজ করব। সকল সহকর্মীর সহযোগিতায় এই সংগঠনকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো হবে।”