বগুড়া ও নওগাঁয়ে নির্বাচন সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে বগুড়া ও নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দুই জেলারই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, যিনি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. তৌফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার) এবং বগুড়া জেলা পুলিশ সুপার মো. শাহাদত হোসেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম। এখানে বিশেষ অতিথি ছিলেন উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান।

উভয় সভায় নির্বাচন প্রস্তুতি, প্রশাসনিক সমন্বয় ও নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।