ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, প্রাণহানির খবর নেই।
টুইট ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। তবে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি।
বুধবার (৭ জানুয়ারি ২০২৬) স্থানীয় সময় সকাল ১১টা ২ মিনিটে মিন্দানাও দ্বীপের দক্ষিণ উপকূলীয় এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৭ জানানো হলেও পরবর্তীতে তা সংশোধন করে ৬ দশমিক ৪ নির্ধারণ করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বুধবার দক্ষিণ ফিলিপাইনের উপকূলে ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো সুনামি সতর্কতা বা তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সান্তিয়াগো শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার পূর্বে। ভূমিকম্পের গভীরতা ছিল আনুমানিক ৫৮ দশমিক ৫ কিলোমিটার। অন্যদিকে, ফিলিপাইনের ভূমিকম্প ও আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা ফিভলকস (Phivolcs) ভূমিকম্পের গভীরতা ৩৫ থেকে ৪২ কিলোমিটারের মধ্যে বলে উল্লেখ করেছে।
ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। প্রাথমিকভাবে প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভূমিকম্পের পর আফটারশক অনুভূত হতে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স, দ্য নিউইয়র্ক টাইমস, দ্য হিন্দু ও র্যাপলার ভূমিকম্পের খবর নিশ্চিত করেছে। একই তথ্য প্রকাশ করেছে ফিলিপাইনের স্থানীয় ও আঞ্চলিক গণমাধ্যমগুলো।
উল্লেখ্য, ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর অন্তর্ভুক্ত হওয়ায় দেশটিতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।






