এখানে রাজনৈতিক আলাপ জরুরি

টুইট ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী ও বিজ্ঞাপনচিত্র নির্মাতা আহমেদ হাসান সানি এবার প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন। তার পরিচালিত সিনেমার নাম ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, যা আগামী ১৬ জানুয়ারি সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এর আগে গত ডিসেম্বর সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও পরে নতুন তারিখ ঘোষণা করা হয়।

সিনেমাটিতে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও ইতিহাসের নানা অধ্যায় তুলে ধরা হয়েছে। গল্পের পরতে পরতে উঠে এসেছে দেশভাগ, স্বাধীনতার রক্তক্ষয়ী সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলনের দীর্ঘ পথচলা এবং চব্বিশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট।

প্রথম সিনেমা নির্মাণের অভিজ্ঞতা নিয়ে আহমেদ হাসান সানি বলেন, এর আগে তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন। তবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ ছিল কষ্টকর হলেও একই সঙ্গে উত্তেজনা ও স্বস্তির। প্রথম ধাপ পেরোতে পারায় এখন তিনি স্বস্তিবোধ করছেন বলে জানান।

নির্মাণকালে কিছু চ্যালেঞ্জের কথাও জানান সানি। কুয়াকাটায় শুটিং চলাকালে ঝড়-বৃষ্টির কারণে সমস্যার মুখে পড়তে হয়। পাশাপাশি রাজনৈতিক ইতিহাস নিয়ে কাজ করায় বিভিন্ন বই ও উৎস থেকে তথ্য যাচাইয়ে বাড়তি সময় দিতে হয়েছে।

ছবির নামকরণ প্রসঙ্গে নির্মাতা বলেন, হোটেল, বাস বা রেস্টুরেন্টে প্রায়ই লেখা থাকে— ‘এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ’। সমাজে রাজনৈতিক আলোচনা করাকে যে ট্যাবু হিসেবে দেখা হয়, সেটি ভাঙার লক্ষ্যেই সিনেমাটির নাম ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ রাখা হয়েছে।

সিনেমাটিতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম, তানভীর অপূর্ব, এ কে আজাদ সেতু, কেয়া আলমসহ আরও অনেকে।

শ্যামল বাংলা মিডিয়া লিমিটেডের সহ-প্রযোজনায় নির্মিত ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন খালিদ মাহমুদ তুর্য। এছাড়া সিনেমাটি ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে।