পিএসএলে মুস্তাফিজকে স্বাগত, ড্রাফটে নাম লিখেছেন ‘কাটার মাস্টার’

টুইট ডেস্ক: কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্বাগত জানিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে পিএসএলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই স্বাগত জানানো হয়।

পোস্টে লেখা হয়, “ব্যাটাররা সাবধান… এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছে মুস্তাফিজ।” এতে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, আসন্ন আসরে পিএসএলে খেলতে যাচ্ছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

এদিকে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, পিএসএলে খেলতে ড্রাফটে আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন মুস্তাফিজুর রহমান।

এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার আলোকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে মুস্তাফিজকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

অন্যদিকে, নিরাপত্তাজনিত শঙ্কার কথা উল্লেখ করে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ই-মেইল পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ওই ই-মেইলের কোনো জবাব পায়নি বিসিবি।