রাজশাহী জেলা ডিবির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
রাজশাহী জেলা পুলিশ মিডিয়া সূত্র জানায়, গত ৫ জানুয়ারি রাত ৮টা ১০ মিনিটে পুঠিয়া থানাধীন শিবপুর জাগীরপাড়া কলাহাট এলাকায় রাজশাহী–ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘সামিক শিশির পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোসাঃ জান্নাতুন ফেরদৌস (২৫), মোঃ রিপন আলী শেখ (২২) ও মোছাঃ শারমিন আক্তার (২১)। জান্নাতুন ফেরদৌস রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কিসমত কুখুন্ডি বুধপাড়া গ্রামের মোঃ মতিউর রহমানের মেয়ে। রিপন আলী শেখ সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার কোনাবাড়ি গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে এবং শারমিন আক্তার রিপন আলী শেখের স্ত্রী।
রাজশাহী জেলার ডিবি’র এসআই মোঃ দাউদ উজ জামান আকাশ ফোর্সসহ গত (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে পুঠিয়া শিবপুর জাগীরপাড়া কলাহাটাস্থ রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কে চেকপোস্ট ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একটি বাসের সিট নম্বর D3, D4 ও E4-এ থাকা যাত্রীদের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের নামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে জান্নাতুন ফেরদৌসের পরিহিত পায়জামার ডান পাশের পকেট থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ৫০ গ্রাম হেরোইন এবং একটি নীল রঙের এয়ারটাইট প্যাকেটে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।






