রাজশাহীর তাহেরপুরে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

তাহেরপুরে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল।

রাজশাহী (বাগমারা) প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মানবিক, ধর্মীয় ও রাজনৈতিক আবহে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় তাহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জামগ্রাম হাইস্কুল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদের মাধ্যমে মরহুমা নেত্রীর আত্মার শান্তি কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ. ন. ম. সামসুর রহমান মিন্টু।

তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি নাম নন, তিনি একটি প্রতিষ্ঠান। গণতন্ত্র, জাতীয়তাবাদ ও মানুষের ভোটাধিকার রক্ষায় তিনি ছিলেন আপসহীন। তাঁর রাজনৈতিক আদর্শ ও ত্যাগ জাতীয়বাদী শক্তির জন্য চিরপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

এসময় আরও বক্তব্য রাখেন তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওহিদুল ইসলাম।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু তাঁর বক্তব্যে বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার এক আপসহীন প্রতীক। বহু নির্যাতন, কারাবরণ ও প্রতিকূলতার মাঝেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি। আজকের এই দোয়া ও মিলাদ মাহফিল শুধু শোক প্রকাশের আয়োজন নয়, বরং তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও গণতন্ত্র রক্ষার শপথ নেওয়ার দিন। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আমাদের সবাইকে তাঁর দেখানো পথে চলার তাওফিক দেন।”

অন‌্যান‌্য বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও দেশপ্রেম নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

দোয়া ও মিলাদ মাহফিলে তাহেরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে মরহুমা নেত্রীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানজুড়ে ছিল শোক, শ্রদ্ধা ও আদর্শের প্রতি অঙ্গীকার—যা উপস্থিত নেতাকর্মীদের মাঝে এক মানবিক ও ঐক্যবদ্ধ রাজনৈতিক চেতনার প্রতিফলন ঘটায়।