রংপুরে শীতে ২০ দিনে ১৬ জনের মৃত্যু

টুইট ডেস্ক: শীতকালে তাপমাত্রা কমে যাওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়ে ২০ দিনে ১৬ জনের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে শিশু ৯ ও বয়স্ক নারী–পুরুষ ৭ জন। হাসপাতালের শিশু ও মেডিসিন বিভাগে রোগীর চাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।
হাসপাতালের শিশু বিভাগ জানিয়েছে, ১২০ শয্যার তিনটি ওয়ার্ডে মঙ্গলবার দুপুর পর্যন্ত ভর্তি ছিলেন ২৫৭ জন, যাদের মধ্যে ৩৪ জন শ্বাসকষ্টে আক্রান্ত। অনেক রোগী হাসপাতালে মেঝে বা বারান্দায় চিকিৎসাধীন।
শিশু বিভাগের সহকারী অধ্যাপক আ ন ম তানভীর চৌধুরী বলেন, শীতকালে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমা ও শ্বাসকষ্টের রোগী বেড়ে যায়। রোগ প্রতিরোধে তিনি অভিভাবকদের সতর্ক করেছেন, বিশেষত রোদ ওঠার আগে শিশুদের বাইরে না বের করার এবং মাস্ক ব্যবহার করার জন্য।
মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মোখলেছুর রহমান জানান, শীতকালে স্ট্রোক ও মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগের প্রভাবও বেশি দেখা দেয়। হাসপাতালের শয্যা সংখ্যা ১৩৫ হলেও গড়ে ৬০০–৭০০ রোগী ভর্তি থাকেন। তবে মৃত্যুর সংখ্যা অন্যান্য সময়ের মতো স্বাভাবিক।
রংপুর আবহাওয়া কার্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৯° সেলসিয়াস, বেলা ৩টায় সর্বোচ্চ ১৯° সেলসিয়াস। আবহাওয়াবিদ মো. মোস্তাফিজার রহমান জানান, রাতের তাপমাত্রা আরও কমতে পারে, সকালে মাঝারি কুয়াশা থাকবে, বেলায় সূর্য দেখা যেতে পারে।






