নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সানাউল্লাহ

টুইট ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে ‘বৃহত্তর চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনীর সেল’-এর সঙ্গে মতবিনিময় সভার পর সাংবাদিকদের তিনি বলেন, “মাঠপর্যায়ে সব কার্যক্রম দৃশ্যমান হবে। আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দল ও প্রার্থীদের ক্ষেত্রে কমিশন কঠোর অবস্থানে থাকবে।”

নির্বাচন কমিশনার আরও জানান, বৃহত্তর চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা পুনঃপর্যালোচনা করা হয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক ও সীমান্তবর্তী এলাকা বিবেচনায় সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা হয়েছে এবং সমন্বিতভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে আচরণবিধি প্রতিপালনে সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে এবং আন্তঃদলীয় সংঘাতও তুলনামূলকভাবে কম। ভোট যেন উৎসবমুখরভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

অবৈধ অস্ত্র ও নিরাপত্তা বিষয়েও ইসি সানাউল্লাহ জানান, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান থেকে ২০০টিরও বেশি অবৈধ অস্ত্র জব্দ হয়েছে।

তিনি সাংবাদিকদেরও সতর্ক করে বলেন, অপতথ্য ও গুজব ছড়ানো বা শেয়ার করা অপরাধ, তাই সঠিক তথ্য সঠিক সময়ে প্রচার করা গুরুত্বপূর্ণ।