বিপিএল ও লা লিগা লাইভ নিয়ে যাত্রা শুরু করলো ‘আকাশ গো’ ওটিটি

টুইট ডেস্ক: ডিজিটাল বিনোদনের নতুন অধ্যায় শুরু করলো আকাশ ডিজিটাল টিভি। ওটিটি প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আকাশ গো’ অ্যাপ, যেখানে একসঙ্গে উপভোগ করা যাবে বিপিএল ২০২৬-এর লাইভ ম্যাচ, চলমান স্প্যানিশ লা লিগা, পাশাপাশি দেশি-বিদেশি প্রিমিয়াম ওয়েব সিরিজ ও স্পেশাল কনটেন্ট।

আকাশ গো অ্যাপে বিপিএল ও লা লিগার লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি রয়েছে হটস্টার স্পেশালস, জিওসিনেমা, জিসহ বিভিন্ন জনপ্রিয় প্ল্যাটফর্মের নির্বাচিত ওয়েব সিরিজ ও বিনোদনমূলক অনুষ্ঠান। ইতোমধ্যে এই ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে আকাশ গো-তে চালু করা হয়েছে দুটি সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্যাকেজ-গো প্রাইম ও গো লা লিগা। ব্যবহারকারীরা স্মার্টফোন, ট্যাব ও ওয়েবসাইটের মাধ্যমে ([www.akashgo.com (http://www.akashgo.com)) কনটেন্ট উপভোগ করতে পারবেন। একটি অ্যাকাউন্টে একসঙ্গে সর্বোচ্চ তিনটি ডিভাইসে স্ট্রিমিং সুবিধাও থাকছে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অ্যাপটি গুগল প্লে স্টোরে এবং আইওএস ব্যবহারকারীদের জন্য অ্যাপল অ্যাপ স্টোরে ডাউনলোডের জন্য উপলব্ধ রয়েছে।

এছাড়া আকাশ ডিজিটাল টিভির ডিটিএইচ গ্রাহকদের জন্য চালু করা হয়েছে ‘আকাশ গো কম্প্যানিয়ন অ্যাপ’।এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা বিপিএল, লা লিগা, দেশি-বিদেশি ওয়েব সিরিজের পাশাপাশি স্থানীয় লাইভ টিভি চ্যানেলও দেখতে পারবেন।

উল্লেখ্য, আকাশ ডিজিটাল টিভি বাংলাদেশের একমাত্র সরকার অনুমোদিত দেশব্যাপী ডিটিএইচ পে টিভি অপারেটর। প্রতিষ্ঠানটির লক্ষ্য দেশের দর্শকদের জন্য আন্তর্জাতিক মানের কনটেন্ট ও আধুনিক বিনোদন অভিজ্ঞতা নিশ্চিত করা।

বিস্তারিত জানতে ভিজিট করুন [www.akashdth.com](http://www.akashdth.com) অথবা কল করুন ১৬৪৪২ নম্বরে।