চাঁপাইনবাবগঞ্জে ৪৯৭ বোতল নতুন মাদক ফায়ারডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন শাহাপাড়া (মুন্সিপাড়া) গ্রাম থেকে র‌্যাব-৫, সিপিসি-১ ৪৯৭ বোতল FAIRDYL (Phensedyl) উদ্ধার করেছে।

র‌্যাব-৫ জানায়, গোপন সূত্রে তারা জানতে পারে পলাতক আসামী শফিকুল ইসলাম বাবু (৩৫) তার বসতবাড়ীতে অবৈধ মাদক ক্রয়-বিক্রয় করছে। ৫ জানুয়ারি ২০২৬ তারিখে র‌্যাবের আভিযানিক টহল দল শাহাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।

পরিদর্শনের সময় আসামী শয়ন কক্ষে খাটের পাশে রাখা ৫টি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে মোট ৪৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যদিও আসামী পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও পলাতক আসামী সংক্রান্ত বিষয় পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৫ আরও জানিয়েছে, তারা দেশের সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রাখতে অব্যাহতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।