নওগাঁর মহাদেবপুরে ছিনতাইয়ের অভিযোগে খালে লাফ দিয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর: নওগাঁর মহাদেবপুরে টাকা ছিনতাইয়ের অভিযোগে স্থানীয়দের ধাওয়ার সময় খালে লাফ দিয়ে মিঠন সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হাট চকগৌরী বাজার সংলগ্ন খালে এ ঘটনা ঘটে।
নিহত মিঠন সরকার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে হাট চকগৌরী বাজারের উত্তর পার্শ্বে টাওয়ার সংলগ্ন এলাকায় এক বৃদ্ধার কাছ থেকে টাকা ছিনতাই করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ সময় স্থানীয়রা তাকে ধাওয়া করলে মিঠন দৌড়ে বাজারের উত্তর পার্শ্বের খালে (খাড়িতে) লাফ দেয়।
দীর্ঘ সময় তাকে উঠতে না দেখে স্থানীয়রা মহাদেবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। বিকেল ৪টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে খাড়ির পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”






