ভারত–বাংলাদেশ উত্তেজনা অর্থনীতিতে প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা

ছবি সংগৃহীত: সালেহউদ্দিন আহমেদ

সাংবাদিকদের অর্থ উপদেষ্টা: ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব অর্থনীতিতে পড়বে না: সালেহউদ্দিন আহমেদ।

টুইট ডেস্ক: ভারত ও বাংলাদেশের মধ্যকার চলমান কূটনৈতিক ও রাজনৈতিক উত্তেজনার কোনো প্রভাব দেশের অর্থনীতি ও বাণিজ্যে পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অর্থনৈতিক দিক থেকে দুই দেশের মধ্যে ক্রয়–বিক্রয় ও বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং এ নিয়ে কোনো সমস্যা তৈরি হয়নি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, রাজনৈতিক টানাপড়েন থাকলেও অর্থনীতি ও বাণিজ্য আলাদা গতিতেই এগোচ্ছে এবং এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি দুঃখজনক। তিনি উল্লেখ করেন, “শুরুটা কিন্তু বাংলাদেশ করেনি। একজন ভালো ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত খেলোয়াড় খেলতে যাবে—এটা কোনো দয়া বা অনুগ্রহের বিষয় নয়। হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়া অপ্রত্যাশিত এবং হতাশাজনক।”

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা দুই দেশের কারোর জন্যই ভালো নয়। তবে এ নিয়ে রাজনৈতিক উত্তেজনা থাকলেও তা দেশের অর্থনীতি বা বাণিজ্যিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাজনৈতিক প্রভাব পড়তে পারে কি না—এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, “আমার মনে হয়, এখানে কিছুটা আবেগী বিষয় কাজ করেছে। দুই পক্ষই বিষয়টি বিবেচনায় নেবে। আমরা চাই না সম্পর্ক কোনোভাবে ব্যাহত হোক।”

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মুস্তাফিজুর রহমান একজন সেরা ক্রিকেটার—এটা সবাই স্বীকার করে, ভারতও তা মানে। তিনি যোগ করেন, “বাংলাদেশ যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা পুরোপুরি যথাযথ। কেউ যদি এমন অ্যাকশন নেয়, তাহলে তার রিঅ্যাকশন হবেই।”

অর্থ উপদেষ্টা আবারও জোর দিয়ে বলেন, রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, অর্থনীতি ও বাণিজ্যিক কর্মকাণ্ড স্বাভাবিক থাকবে এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে।