রাজশাহী শহরকে আরও সুন্দর ও নিরাপদ করতে চাই: বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ড. আ ন ম বজলুর রশীদ বলেছেন, রাজশাহী সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে নাগরিক সেবার পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নগর উন্নয়নে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানই উপকৃত হবে। তিনি বলেন, ‘রাজশাহী নগরীকে আমরা আরও সুন্দর, স্বাস্থ্যকর ও নিরাপদ করতে চাই।’

মঙ্গলবার (৬ জানুয়ারি) নগর ভবনের সরিৎ দত্ত সভাকক্ষে রাসিক এলাকার বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে আয়োজিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় নগরীর চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প, যানজট নিরসন, নাগরিক নিরাপত্তা, পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

রাসিক প্রশাসক বলেন, নগরীর অনেক সড়ক প্রশস্ত হওয়ায় যানবাহন দ্রুতগতিতে চলাচল করছে। এসব যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং অবৈধ যানবাহন দমন করা গেলে যানজট অনেকাংশে কমবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে রাসিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে একটি সমন্বিত মাস্টারপ্লান প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার ড. মো. জিল্লুর রহমান, রাজশাহী সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল আলম সরকার, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম, রাজশাহী বিসিকের উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, নদী গবেষক মাহবুব সিদ্দিকী এবং রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেন প্রমুখ। সভায় সূচনা বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

সভায় আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান বলেন, মহানগরীকে আরও নিরাপদ করতে রাসিকের সহযোগিতায় সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রম চলমান রয়েছে। পুরো নগরীকে সিসিটিভি নজরদারির আওতায় আনা গেলে নাগরিক নিরাপত্তা আরও জোরদার হবে। পাশাপাশি জনবহুল এলাকায় যানজট নিরসনে ফুটওভার ব্রিজ ব্যবহারে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান তিনি।