বান্দরবানের রুমায় শীতার্তদের পাশে বিজিবি

তীব্র শীতে পাহাড়ি জনপদের অসহায় মানুষের মাঝে ৯ বিজিবির শীতবস্ত্র বিতরণ।

জেলা প্রতিনিধি, বান্দরবান: তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়া বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শীতের কষ্ট লাঘবে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে রুমা উপজেলার সাঙ্গু সরকারি কলেজ মাঠে ৯ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপজেলার চান্দাপাড়া ও পাইন্দুপাড়া, সায়াগ্রাপাড়া ও সাইপ্রোপাড়া, সদরঘাট এলাকা ছাড়াও জাবালুল কুরআন মাদ্রাসা ও একটি এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। দুর্গম পাহাড়ি পাড়া থেকে আসা বয়স্ক নারী-পুরুষ ও শিশুদের জন্য এই সহায়তা ছিল স্বস্তির বড় উৎস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার। এ সময় তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমান শৈত্যপ্রবাহে পাহাড়ের দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

শীতবস্ত্র পেয়ে স্থানীয় বাসিন্দারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে দুর্গম এলাকার বাসিন্দা ও এতিমখানার শিক্ষার্থীরা এই সহায়তায় আনন্দ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর তিমির রঞ্জন মহান্ত, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

বিজিবি সূত্র জানায়, এর আগেও রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এলাকার গরিব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, ত্রাণ সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করেছে।

শীতকালজুড়ে পাহাড়ি এলাকার মানুষের পাশে থাকার এমন উদ্যোগ স্থানীয়দের মাঝে বিজিবির প্রতি আস্থা ও ভালোবাসা আরও বাড়িয়ে তুলেছে।