৫০ বছর পূর্তি উদযাপন করল বান্দরবান ভিডিপি

বান্দরবানে আনসার ভিডিপির ৫০ বছর পূর্তি, সুবর্ণজয়ন্তী উদযাপন।
অসীম রায় (অশ্বিনী): বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা (ভিডিপি) বাহিনীর প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বান্দরবান জেলা আনসার ভিডিপির উদ্যোগে বর্ণাঢ্য সুবর্ণজয়ন্তী উৎসব ২০২৬ উদযাপন করা হয়েছে।
সুবর্ণজয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল, যার মধ্যে বেলুন উড়িয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীর পর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ভিডিপি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, “শান্তি, শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা”—এই মূলমন্ত্রকে সামনে রেখে ১৯৭৬ সালের এই দিনে ভিডিপি বাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি সদস্যদের উদ্দেশ্যে বলেন, বাহিনীর নিয়ম ও শৃঙ্খলা মেনে কাজ করতে হবে এবং বাহিনীর সুনাম ক্ষুন্ন করার কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না।
জেলা কমান্ড্যান্ট আরও বলেন, বাহিনীর সদস্যদের আধুনিক অস্ত্র প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে দেশের যেকোনো দুর্যোগের মুহূর্তে তারা দক্ষভাবে কাজ করতে পারে। প্রশিক্ষণের জন্য সদস্যরা সবসময় প্রস্তুত থাকে এবং প্রথমেই মাঠে নেমে দায়িত্ব পালন করে। তিনি উল্লেখ করেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তিনি সবাইকে আহ্বান জানান, প্রত্যন্ত অঞ্চলের শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নে সদস্যরা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবেন, এবং বাহিনীর ঐতিহ্য, সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন। ভবিষ্যতে মাঠ পর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যরা আরও তৎপর ও কার্যকর ভূমিকা রাখবেন।
উৎসবে বান্দরবান জেলার সাত উপজেলা থেকে ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা ও দলনেত্রীসহ মোট ১৫০ জন ভিডিপি/টিডিপি সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আনসার ভিডিপির সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ আবিদুল ইসলাম শিমুল, সাত উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক/প্রশিক্ষিকাগণ এবং অন্যান্য আনসার সদস্যবৃন্দ।






