ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডেলসি রদ্রিগেজ

মাদুরো গ্রেপ্তারের পর অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ডেলসি রদ্রিগেজ।

বিশ্ব ডেস্ক: ভেনেজুয়েলার সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সোমবার (৫ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) প্রেসিডেন্ট এবং তার ভাই জর্জ রদ্রিগেজ তাকে শপথবাক্য পাঠ করান।

মাদুরোর গ্রেপ্তারের পরিপ্রেক্ষিত

গত ৩ জানুয়ারি মার্কিন সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস গ্রেপ্তার হওয়ার পর প্রেসিডেন্টের পদ শূন্য হয়ে পড়ে। এরপর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের নির্দেশে ৫৬ বছর বয়সী ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়। সোমবার জাতীয় পরিষদে আনুষ্ঠানিক শপথের মাধ্যমে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে রদ্রিগেজের বক্তব্য

শপথগ্রহণ অনুষ্ঠানে ডেলসি রদ্রিগেজ বলেন, “আমাদের মাতৃভূমির বিরুদ্ধে অবৈধ সামরিক আগ্রাসনের ফলে জনগণের ওপর যে দুর্ভোগ নেমে এসেছে, তার জন্য আমি গভীরভাবে ব্যথিত।” তিনি মাদুরো এবং তার স্ত্রীকে ‘বীর’ আখ্যা দিয়ে তাদের মুক্তির দাবি জানান। একই সঙ্গে দেশের শান্তি, জনগণের আধ্যাত্মিক, অর্থনৈতিক ও সামাজিক প্রশান্তি নিশ্চিত করার অঙ্গীকার করেন।

রদ্রিগেজ মাদুরোকে এখনও ভেনেজুয়েলার ‘একমাত্র প্রেসিডেন্ট’ বলে উল্লেখ করেন এবং মার্কিন অভিযানকে ‘অবৈধ আগ্রাসন’ বলে নিন্দা করেন। তবে কিছু সূত্রে জানা গেছে, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সম্মানজনক সম্পর্ক’ রাখার ইচ্ছা প্রকাশ করেছেন।

ডেলসি রদ্রিগেজের পরিচয়

ডেলসি রদ্রিগেজ একজন শ্রম আইনজীবী। তিনি বেসরকারি খাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং ক্ষমতাসীন সোশালিস্ট পার্টির প্রতি নিষ্ঠার জন্য পরিচিত। ২০১৮ সাল থেকে তিনি ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং অর্থমন্ত্রী ও তেলমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। মাদুরোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত রদ্রিগেজ চাভিস্তা (হুগো চাভেজের আদর্শ অনুসারী) রাজনীতির কট্টর সমর্থক।

মাদুরোর আদালতে হাজিরা

এদিকে, নিউইয়র্কের আদালতে হাজির হয়ে মাদুরো নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলেন, “আমি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।” মাদক পাচার ও নার্কো-টেররিজমসহ একাধিক অভিযোগে তাকে বিচারের মুখোমুখি করা হচ্ছে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অভিযানকে সাফল্য বলে অভিহিত করলেও রাশিয়া, কিউবাসহ কয়েকটি দেশ এটিকে ‘আগ্রাসন’ বলে নিন্দা করেছে।

ভেনেজুয়েলায় রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে, তবে কারাকাসে জীবনযাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

সূত্র: রয়টার্স, নিউইয়র্ক টাইমস, বিবিসি, এপি।