নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ

শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে মিরপুরে শীতবস্ত্র বিতরণে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ।
টুইট ডেস্ক: শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ)।
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সেবার অংশ হিসেবে সোমবার (৫ জানুয়ারি) ঢাকা মিরপুর-১৪ নাবিক আবাসিক এলাকায় গরীব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা’র উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা।
তিনি নিজ হাতে সুবিধাবঞ্চিত শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক নারী-পুরুষসহ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন।
অনুষ্ঠানে নাদিয়া সুলতানা উপস্থিত মানুষের খোঁজখবর নেন এবং বলেন, “মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।”
সংঘের নিজস্ব অর্থায়নে আয়োজিত এই কর্মসূচিতে বিএন লেডিস ক্লাব ঢাকা ও বিএনএফডব্লিউএ ঢাকা’র চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্টবৃন্দ এবং ঢাকা নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ দীর্ঘদিন ধরে দেশের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।







