ত্রয়োদশ নির্বাচনে প্রার্থীদের সম্পদ যাচাই করবে দুদক

টুইট ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জমা দেওয়া হলফনামায় উল্লেখিত সম্পদ ও আর্থিক তথ্য যাচাই করবে দুদক।

সোমবার (৫ জানুয়ারি) রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‍্যাক)-এর নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। তিনি বলেন, যেসব প্রার্থীর সম্পদে অসঙ্গতি ধরা পড়বে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই নির্দেশ দেয়া হয়েছে, কোনো প্রার্থীর সম্পদে অসঙ্গতি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে দুদককে জানাতে।

চেয়ারম্যান আরও বলেন, দুদকের নতুন গেজেটে দুর্নীতিবাজরা ছাড় পাবে এমন কোনো শঙ্কা থাকলে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে।

এর আগে, দুদক জানিয়েছে, নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক প্রস্তাব এলে তারা প্রার্থীদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করবে।