মোহাম্মদপুরে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা লুট

টুইট ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানের মালিকের দাবি, চুরির সময় প্রায় ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা এবং চার লাখ টাকা নগদ লুট হয়েছে।

সোমবার ভোরে দোকানের শাটার ও কেচি গেট ভেঙে চোরচক্রের একাধিক সদস্য দোকানের ভেতরে প্রবেশ করে। সিসি ফুটেজে দেখা গেছে, চোররা মুখোশ পরিধান করেছিল। তারা দোকানের স্বর্ণ-রুপা, সিন্দুকসহ মালামাল পিকআপ ভ্যানে তুলে ভোরের আলো ফোটার আগেই সরে যায়।

এ ঘটনায় পুলিশ ইতিমধ্যেই একাধিক টিম গঠন করে তদন্ত শুরু করেছে। সিসি ফুটেজ ও চোরদের গতিবিধি পর্যালোচনা করে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।