রাজশাহীতে ভোটের গাড়ি প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে রাজশাহীতে ‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টায় নগরীর সিএন্ডবি মোড়ে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। ‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে পরিচালিত ভ্রাম্যমান ভোটের গাড়ি দেশব্যাপী প্রচারণা চালাচ্ছে। ২২ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় বাস্তবায়িত হবে।
প্রচারণার অংশ হিসেবে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন, ব্যান্ড সংগীত পরিবেশন এবং স্থানীয় ভাষায় নির্মিত গান প্রদর্শন করা হয়। চলচ্চিত্র প্রদর্শনীতে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা, প্রবাসীদের ভোট এবং গণভোটের মাধ্যমে সংস্কার বিষয়ক বিষয়বস্তু তুলে ধরা হয়। এছাড়া সাধারণ জনগণের মতামত সংগ্রহ ও প্রকাশের জন্য স্বাক্ষর বোর্ডও উন্মুক্ত রাখা হয়।
রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী ও উপপরিচালক নাফেয়ালা নাসরিন এ সময় উপস্থিত ছিলেন। প্রচন্ড শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক জনসাধারণ অনুষ্ঠানটি উপভোগ করেন।
‘ভোটের গাড়ি’ জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করবে এবং জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য তুলে ধরবে।






