সাবেক রেল কর্মকর্তা চাকরি দেওয়ার নামে ৩৬ লাখ হাতানোর অভিযোগে দুদকে মামলা

নিজস্ব প্রতিবেদক: রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক সহকারী প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ আবজুরুল হকের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ৩৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমির হোসাইন বাদী হয়ে সোমবার (৫ জানুয়ারি) মামলাটি দায়ের করেন।
আবজুরুল হক বর্তমানে অবসর পূর্বকালীন ছুটিতে রয়েছেন। তার বাড়ি চট্টগ্রামের খুলশী থানার উত্তর পাহাড়তলী এলাকায়। তার বাবার নাম সৈয়দ আব্দুল ওয়াহেদ।
মামলার অভিযোগে বলা হয়েছে, রাজশাহী নগরের সাগরপাড়া এলাকার বাসিন্দা ও বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের কর্মচারী মো. ওয়ালী খান ২০২১ সালে অভিযোগ দায়ের করেছিলেন। অনুসন্ধান শেষে দুদক সোমবার মামলাটি আনুষ্ঠানিকভাবে দায়ের করে।
অভিযোগে উল্লেখ করা হয়, আবজুরুল হক রেলওয়ের ‘খালাসী’ পদে নিয়োগ প্রত্যাশী ৮ জন প্রার্থীকে চাকরি পাইয়ে দেয়ার মিথ্যা আশ্বাস দিয়ে ওয়ালী খানের কাছ থেকে প্রথমে ৩০ লাখ টাকা এস.এ পরিবহনের মাধ্যমে এবং পরে ৩৫ লাখ টাকা নগদ অর্থ গ্রহণ করেন।
দুদক অনুসন্ধান অনুযায়ী, ২০১৫ সালের ১১ মে রেলওয়ের ৮৬৫টি খালাসী পদের জন্য সার্কুলার জারি করা হয়েছিল। এই সময়ে আসামি প্রতারণার মাধ্যমে ৮ জন প্রার্থী থেকে মোট ৬৫ লাখ টাকা নিয়েছেন। টাকা গ্রহণ ও প্রেরণ সংক্রান্ত তথ্য যাচাই করতে দুদক মোবাইল ফোন রেকর্ড, নোটারীকৃত অঙ্গীকারনামা ও স্বীকৃতিপত্র পর্যালোচনা করে সত্যতা নিশ্চিত করেছে।
এছাড়া ২০১৯, ২০২১ ও ২০২২ সালে আসামি নিজে নোটারি ও স্বাক্ষরের মাধ্যমে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকারনামা দিয়েছেন। দুদকের সহকারী পরিচালক মো. আমির হোসাইন জানান, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, আসামির বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৬২/৪২০ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(১)বি ধারায় বর্ণিত অপরাধমূলক অসদাচরণ করার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, যা আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।






