পাবনায় জামায়াত নেতা ইকবালের মন্তব্য ভাইরাল, দল ও জনমনে তীব্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক, পাবনা: পাবনা-৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল ইকবাল হুসাইনের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ায় দলটির ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সাবেক জেলা আমীর মাওলানা আব্দুর রহিমকে উদ্দেশ করে দেওয়া ওই মন্তব্যকে ঘিরে নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রিন্সিপাল ইকবাল হুসাইন বলে, আমি সারা জীবনই আমির থাকবো এই মানসিকতা ঠিক না। ২৬ বছর ছিলেন, আর কয় বছর থাকবেন? নিজের মান-সম্মান, ইজ্জত সব হারানোর পর্যায়ে চলে এসেছে। বক্তব্যে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালনকারীদের সঠিক পথে চলার আহ্বান জানান।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা। অনেকেই মন্তব্য ও পোস্টে জামায়াতের মতো শৃঙ্খলাপূর্ণ সংগঠনে দায়িত্বশীল ও শালীন বক্তব্যের গুরুত্ব তুলে ধরেন। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এ বিষয়ে অধ্যাপক মো. আবু জাহিদ তার ফেসবুক পোস্টে লেখেন, ভীষণ কষ্ট পেলাম। অধ্যাপক আব্দুর রহিম একজন প্রবীণ ইসলামী ব্যক্তিত্ব। তাঁর মতো একজন ভালো মানুষ সম্পর্কে এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।
এদিকে পাবনা জেলা জামায়াতের ২৬ বছরের সাবেক জেলা আমীর ও বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহিম তার ভেরিফায়েড ফেসবুক পেইজে আনুষ্ঠানিক নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, প্রিন্সিপাল ইকবাল হুসাইনের বক্তব্য মিথ্যা, বানোয়াট ও মনগড়া । তিনি লেখেন, এই ধরনের ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ মন্তব্য শুধু ব্যক্তিগত বিদ্বেষের বহিঃপ্রকাশ নয়, বরং এটি সংগঠনের দীর্ঘদিনের শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধা ও ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে।
তিনি আশা প্রকাশ করেন, প্রিন্সিপাল ইকবাল হুসাইন অনতিবিলম্বে নিজের বক্তব্য প্রত্যাহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের একাধিক নেতৃবৃন্দও একই প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বিষয়টি দ্রুত সমাধান না হলে সংগঠনের ভেতরে ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ বিষয়ে বক্তব্য জানতে পাবনা জেলা জামায়াতের আমীর মাওলানা আবু তালেব মণ্ডলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।






