রাঙ্গামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর চেকপোস্টে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

শহিদুল ইসলাম, সিলেট : রাঙ্গামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর চেকপোস্টে তল্লাশির সময় একটি বিদেশি পিস্তলসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা ৪৫ মিনিটে নানিয়ারচর জোনের অধীনস্থ ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির নাম উত্তম কুমার। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মহালছড়ি থেকে মানিকছড়ির দিকে একজন অস্ত্র বহনকারী ব্যক্তি চলাচল করতে পারে। এ তথ্যের পর সকাল ৮টা থেকে ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয় এবং ওই রুটে চলাচলকারী সব যানবাহন ও ব্যক্তির ওপর নিবিড় তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় দায়িত্বরত সেনাসদস্যরা এক ব্যক্তির সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় দেখা যায়, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং কিছু লুকানোর চেষ্টা করছিলেন। পরে দেহ তল্লাশিতে তার কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ছাড়াও একটি মোবাইল ফোন ও নগদ ৪১৫ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক উত্তম কুমার মহালছড়ি উপজেলার টিলাপাড়া গ্রামের বাসিন্দা এবং তার জেলা খাগড়াছড়ি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নানিয়ারচর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য এলাকায় অবৈধ অস্ত্র বহন ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।