অসহায় শীতার্ত মানুষের পাশে নওগাঁর পত্নীতলা বিজিবি

মাসুদ রানা, পত্নীতলা: “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই প্রত্যয়ে নওগাঁর পত্নীতলায় ১৪ বিজিবির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) ১৪ বিজিবির সদর দপ্তরে স্থানীয় শীতার্ত বিধবা, বৃদ্ধ নারী-পুরুষ এবং অটিস্টিক ও এতিম শিশুসহ মোট ১০০টি দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি এবং সুবেদার মেজর মো. লাল মিয়া, বিডিআরএম।

উত্তরের জেলা নওগাঁয় সকাল-সন্ধ্যা ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। গত কয়েকদিন ধরে জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। শীতের প্রকোপে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, বিশেষ করে দুঃস্থ ও অসহায় মানুষজন শীত নিবারণে চরম ভোগান্তিতে পড়েছেন। এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে উষ্ণতা ছড়িয়ে দিয়েছে ১৪ বিজিবি। বিজিবির এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের যেকোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে জনগণের পাশে দাঁড়িয়ে এসেছে। ভবিষ্যতেও বিজিবির মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”