রাজশাহীতে জামায়াত নেতার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া বিলপাড়া এলাকায় এক জামায়াত নেতার বাড়ির চারপাশে পেট্রোল দিয়ে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। তবে সময়মতো আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন তিনি।
সোমবার ভোর পৌনে ৬টার দিকে জামায়াত নেতার জহিরুল ইসলাম জুয়েলের বাড়িতে এ ঘটনা ঘটে। জামায়াতে ইসলামীর সহযোগি সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১৬ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি জহিরুল ইসলাম জুয়েল। তিনি আকবর আলীর ছেলে এবং কয়েরদাঁড়া বিলপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফজরের নামাজ আদায়ের সময় মুসল্লিরা বাড়ির চারপাশে আগুন জ্বলতে দেখে দ্রুত এগিয়ে এসে তা নিভিয়ে ফেলেন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পরে ঘটনাস্থল পড়ে থাকা পলিথিন ব্যাগে পেট্রোল পাওয়া যায়। এ থেকে ধারণা করা হচ্ছে বাড়ির চার পাশে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।

গত ৩ জানুয়ারি মানিক এলাকায় ফিরে এলে স্থানীয় ও দলের নেতাকর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি টাকা গ্রহণের বিষয়টি স্বীকার করেন। পরে তাকে বোয়ালিয়া মডেল থানায় পুলিশের কাছে সোপর্দ করা দলের নেতারা। এ ক্ষেত্রে জামায়াত নেতা জহিরুল ইসলাম জুয়েল সক্রিয় ভূমিকা রাখে। স্থানীয়দের ধারণা, এই ঘটনার জের ধরেই ক্ষুব্ধ হয়ে মানিকের ঘনিষ্ঠ কেউ প্রতিশোধমূলকভাবে জহিরুল ইসলাম জুয়েলের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়ে থাকতে পারে।






