রাজশাহীর দূর্গাপুরে মানবিক উদ্যোগে হাসি ফিরল ২২ পরিবারে

  • প্রান্তিক মানুষের পাশে উপজেলা প্রশাসন।
  • ব্ল্যাক বেঙ্গল ছাগলে আশার আলো।
  • ছাগলে বদলাচ্ছে জীবনের গল্প, দূর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মানবিক সহায়তা।

দূর্গাপুর (রাজশাহী) থে‌কে মোফাজ্জল হোসেন: দারিদ্র্য আর অনিশ্চয়তার জীবন থেকে স্বাবলম্বিতার পথে এগিয়ে যাওয়ার এক আশার নাম—দুটি ছাগল। রাজশাহীর দূর্গাপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এমন মানবিক উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর।

সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ২২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে ৪৪টি উন্নত জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ করা হয়। পাশাপাশি ছাগলের ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় নির্মাণ সামগ্রীও দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনা। তিনি বলেন,
“এই ছাগল শুধু সম্পদ নয়, এটি তাদের ভবিষ্যৎ। সঠিক পরিচর্যা করলে এখান থেকেই পরিবারগুলোর আয়ের পথ তৈরি হবে। সরকার চায় কেউ পিছিয়ে থাকুক না।”

ছাগল হাতে পেয়ে অনেক উপকারভোগীর চোখে-মুখে ছিল স্পষ্ট আনন্দ আর আশা। এক উপকারভোগী জানান, “আগে কোনো স্থায়ী আয়ের পথ ছিল না। এখন এই ছাগলই আমাদের ভরসা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

প্রান্তিক জনগোষ্ঠির জীবনে টেকসই পরিবর্তন আনতে এমন উদ্যোগ শুধু সহায়তা নয়—এটি একটি মানবিক হাত বাড়িয়ে দেওয়া, যা তাদের আত্মবিশ্বাস আর স্বপ্নকে নতুন করে বাঁচিয়ে তোলে।