চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের জহুরপুরটেক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর রবিউল ইসলাম রবি (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মৃত রবিউল সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের এজাবুর রহমানের ছেলে।

স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুরটেক সীমান্ত দিয়ে ১৫–২০ জনের একটি দল ভারতের মুর্শিদাবাদ জেলার নুরপুর এলাকায় প্রবেশ করে। বিএসএফের পাতলা টোলা সাব-ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করলে অনেকে পালাতে সক্ষম হলেও রবিউল ইসলাম রবি বিএসএফের হাতে ধরা পড়েন।

রবিউলের মৃত্যুর খবর রোববার সকালে এলাকায় ছড়িয়ে যায়। বিকেলে তার পরিবারের পক্ষ থেকে বিজিবিতে অভিযোগ দেওয়া হয়।

নারায়ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী জানান, ভোর রাতে কয়েকজনের একটি দল ভারতে যায়। পরে জানা যায়, রবিউল ইসলামকে বিএসএফ ধরে নিয়ে গেছে। স্থানীয়দের মাধ্যমে মৃত্যুর খবর পৌঁছায়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, পরিবারের অভিযোগ পাওয়ার পর বিএসএফের সঙ্গে সন্ধ্যা সাড়ে ৫টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ জানিয়েছে, রবিউলকে খালি গায়ে ও হাফ-প্যান্ট পরা অবস্থায় আটক করা হয়। এসময় তার পুরো শরীর পানিতে ভেজা ছিল। পরে ক্যাম্পে নেওয়া হলে জামা-কাপড় দেওয়া হয়, তবে শরীরে খিচুনি দেখা দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, বিএসএফের তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে রবিউলের মৃত্যু হয়েছে। তবে মরদেহ ফেরত পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। এছাড়া মৃত যুবকের বাবা ও বিজিবি জানিয়েছে, রবিউল অসুস্থ ছিল।

বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে শোক এবং উদ্বেগ তৈরি হয়েছে। বিজিবি জানিয়েছে, মরদেহের হস্তান্তরের পর বিস্তারিত ময়নাতদন্ত ও তদন্ত করা হবে।