রাজশাহীতে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদল অধীনস্থ কাশিয়াডাঙ্গা থানা ও ১ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ৪ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে নগরীর গুড়িপাড়া লেকের ধারে এ দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নেত্রীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের শীর্ষ নেতৃবৃন্দদের মধ্যে রাজশাহী মহানগর যুবদলের (ভারপ্রাপ্ত) আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব, রফিকুল ইসলাম রবি, রাজপাড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন আলী, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ লালটু, মহানগর যুবদলের যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান মিলন, দপ্তর সম্পাদক মাসুদুল হক মৃধা মমিন, মহানগর যুবদলের সদস্য মোঃ রবিন হোসেন ও ‍যুবদল নেতা আশরাফুল আলম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের অন্যতম সদস্য মজিবুল হক মিলন, মোফাজ্জল হোসেন শুভ, শাকিলুর রহমান, লালন এবং ১ নম্বর ওয়ার্ড যুবদলের অন্যান্য নেতৃবৃন্দরা। কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের আহ্বায়ক মমিনুল ইসলাম রনি এবং কাশিয়াডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজিব হোসেনসহ যুবদলের স্থানীয় নেতৃবৃন্দও দোয়া মাহফিলে অংশ নেন।

দোয়া মাহফিলের সময় বক্তারা বেগম খালেদা জিয়ার জন্য মোনাজাত ও দোয়া করেন এবং দেশের স্থিতিশীলতা, গণতন্ত্রের উন্নয়ন এবং যুবকদের মধ্যে একতার বার্তা প্রচারের গুরুত্বের উপর জোর দেন।

উক্ত দোয়া মাহফিলটি রাজশাহীতে রাজনৈতিক কর্মী ও সমাজসেবীদের মধ্যে নৈতিক উদ্দীপনা বৃদ্ধি এবং নেত্রীর প্রতি সম্মান প্রকাশের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে।