দেশ সেরা ৩৮ শিক্ষার্থীর তালিকায় মোহনগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্রী বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২৩-এ উত্তীর্ণ ও ডিস্টিংশন সনদ অর্জনকারী দেশের ৩৮ জন মেধাবী শিক্ষার্থীর তালিকা প্রকাশিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় দেশের সেরা ৩৮ শিক্ষার্থীর মধ্যে রাজশাহীর বাগমারা মোহনগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাদিয়া আক্তার বৃষ্টি ২১তম স্থান অর্জন করেছেন। সাদিয়া আক্তার বৃষ্টি বাগমারা উপজেলার হায়াতপুর গ্রামের গহের আলীর মেয়ে। তিনি ২০২০-২১ শিক্ষা বর্ষের শিক্ষার্থী।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী এই শিক্ষার্থীদের ডিস্টিংশন সনদ প্রদান করা হবে। সাদিয়া আক্তার বৃষ্টি ছাড়াও তালিকায় দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী শিক্ষার্থীরা রয়েছে, যারা শিক্ষার প্রতি নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এই ধরনের মেধাতালিকা শিক্ষার্থীদের শিক্ষার প্রতি উৎসাহ প্রদান করে এবং দেশের শিক্ষাব্যবস্থায় গুণগত মান বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তালিকাভুক্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে তাদের প্রতিভা ও দক্ষতা আরও প্রমাণ করার সুযোগ পাবেন।

সাদিয়া আক্তার বৃষ্টির পরিবারের সদস্যরা জানান, শিক্ষার প্রতি তার অদম্য আগ্রহ ও পরিশ্রমের ফলই এই সাফল্য এনে দিয়েছে। তার এই কৃতিত্ব পুরো বাগমারা উপজেলাকে গর্বিত করেছে। এ ব্যাপারে মোহনগঞ্জ ডিগ্রি কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ জামিলুর রহমান বলেন, আমরা কলেজ পরিবার সাদিয়া আক্তার বৃষ্টির এই কৃতিত্বের জন্য গর্বিত। আমারা তার সর্বাঙ্গীন জীবনের মঙ্গল কামনা করি।