তিন পাহাড়ে বিএনপি-জামায়াতের প্রার্থীদের কার কত মামলা

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য তিন জেলা—খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও আইনি অবস্থার চিত্র উঠে এসেছে। প্রার্থীদের দাখিল করা হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। মনোনয়ন যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইয়ার বিরুদ্ধে বর্তমানে ৮টি মামলা চলমান রয়েছে। তবে এসব মামলার কার্যক্রম স্থগিত আছে এবং তিনি জামিনে মুক্ত রয়েছেন। হলফনামার তথ্য অনুযায়ী, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আমল থেকে শুরু করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় পর্যন্ত তাঁর বিরুদ্ধে মোট ৩৪টি মামলা হয়েছিল। এর মধ্যে ২০টি মামলায় অব্যাহতি, ৫টিতে বেকসুর খালাস এবং একটি মামলা নথিজাত অবস্থায় রয়েছে।

একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী আইনজীবী মো. এয়াকুব আলীর বিরুদ্ধে ২০১৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ৬টি মামলা হয়েছিল। এর মধ্যে ৬টিতেই তিনি অব্যাহতি পেলেও বিশেষ ক্ষমতা আইনে কুমিল্লার একটি আদালতে তাঁর নামে এখনো দুটি মামলা ঝুলে আছে।

রাঙামাটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে, যেগুলোর নিষ্পত্তি এখনো হয়নি। তবে জামায়াত মনোনীত প্রার্থী মোখতার আহম্মেদের বিরুদ্ধে বর্তমানে বা অতীতে কোনো মামলা নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

বান্দরবান আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের সাবেক আহ্বায়ক সাচিং প্রু জেরী। অপরদিকে জামায়াত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। হলফনামার তথ্য অনুযায়ী, রাজপরিবারের সদস্য সাচিং প্রু জেরী এবং আইনজীবী আবুল কালাম আজাদের বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই এবং অতীতেও তাঁদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।