সিরাজগঞ্জে ৩টি আসনে ২৬ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন পত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জে শেষ দিনে ৩টি আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ৭ জনেরটা বাতিল হয়েছে।
রবিবার সকাল হতে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে চলা এ কার্যক্রমে বাতিল হওয়া প্রার্থীরা হলেন সিরাজগঞ্জ-৪ স্বতন্ত্র মোঃ আলমগীর হোসাইন, সিপিবির মোঃ আব্দুল হাকিম, সিরাজগঞ্জ- ৫ আসনে বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র গোলাম মাওলা খান, সিপিবির মোঃ মতিয়ার রহমান, সিরাজগঞ্জ-৬ আসনে বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র মোঃ শফিকুল ইসলাম, বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র মোঃ হুমায়ুন কবির ও স্বতন্ত্র প্রার্থী মো: ওয়াসেক ইকবাল খান মজলিস।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, সিরাজগঞ্জের ৬টি আসনে বিএনপি-জামায়াত, জাতীয় পার্টি সহ অন্যান্য দলের মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
এর মধ্যে দ্বিতীয় দিনে সিরাজগঞ্জ-৪ আসনে ২ জন, সিরাজগঞ্জ-৫ আসনে ২ জন ও সিরাজগঞ্জ-৬ আসনে ৩ জনের দাখিল করা মনোনয়নপত্রে অসঙ্গতি থাকায় বাতিল করা হয়।
এছাড়া গতকাল শনিবার প্রথম দিনে সিরাজগঞ্জে ১ সিরাজগঞ্জ ২ ও সিরাজগঞ্জ ৩ আসনে মোট ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ে প্রতি আসনে ২ জন করে প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি থাকায় মোট ৬ জনের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।






