পাবনায় ৪ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক, পাবনা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাবনার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে পাবনা-৫ (সদর) আসনে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। এ আসনের চারজন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা এসব তথ্য জানান।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে পাবনা-১ আসনে দুইজন রয়েছেন। তারা হলেন—স্বতন্ত্র প্রার্থী ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খায়রুন নাহার খানম এবং স্বতন্ত্র প্রার্থী ও তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইউনুস আলী। পাবনা-২ আসনে গণফোরামের প্রার্থী শেখ নাসির উদ্দিনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
পাবনা-৩ আসনে মনোনয়ন বাতিল হয়েছে গণধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা’র, যিনি জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টাও।
পাবনা-৪ আসনে মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর।
জেলা প্রশাসন সূত্র জানায়, সমর্থক ভোটার তালিকায় স্বাক্ষর ও তথ্যগত ত্রুটি, মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্নের কপি দাখিল না করা এবং আয়কর বকেয়া থাকায় এসব মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা আরও জানান, বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।






