বই উৎসবে আনন্দে মাতোয়ারা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজে বই উৎসব।

টুইট প্রতিনিধি: ঢাকা শহরের মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

উৎসব ঘিরে স্কুল প্রাঙ্গণজুড়ে শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শ্রেণিকক্ষের ভেতরে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে, আর স্কুলের বাইরে অভিভাবকদের উপচে পড়া ভিড় দেখা যায়।

শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষাবর্ষের শুরুটা আনন্দের মধ্য দিয়ে করার লক্ষ্যেই এই বই উৎসবের আয়োজন। তারা আশা প্রকাশ করেন, নতুন বই শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আরও উৎসাহিত করবে।

বই উৎসব উপলক্ষে স্কুল ক্যাম্পাসজুড়ে ছিল আনন্দ, হাসি ও শিক্ষার এক অনন্য পরিবেশ।