থানায় বসে ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী ছাত্র নেতা আটক

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামকে থানার ভেতরে বসে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় আটকের বিষয়টি নিশ্চিত করেন ওসি আবুল কালাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ওসির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান মাহদী হাসান। এ সময় প্রশাসনের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দিতেও শোনা যায় তাকে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে এক সাবেক ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে মাহদী হাসানের সঙ্গে ওসির তর্ক হয়। ওই সময় ঘটনাটি ভিডিও আকারে ধারণ করা হয়, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এক মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওতে মাহদী হাসান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “কেন আমার ভাইকে গ্রেফতার করা হলো?” এবং ওসিকে উদ্দেশ্য করে বিভিন্ন প্রশ্ন ও আপত্তিকর মন্তব্য করেন।

ভিডিওতে আরও দেখা যায়, তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে হুমকিমূলক বক্তব্য দেন এবং অতীতের সহিংস ঘটনার প্রসঙ্গও উল্লেখ করেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় মাহদী হাসানের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। পাশাপাশি তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।