এ মাসে দেশে পাঁচটি শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক: চলতি জানুয়ারি মাসে দেশে চার থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির এক মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে।
আবহাওয়া অধিদপ্তর নিয়মিতভাবে প্রতি মাসে দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রকাশ করে। জানুয়ারি মাসের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দেশে দু-তিনটি মৃদু থেকে মাঝারি এবং এক-দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে।
আবহাওয়ার সংজ্ঞা অনুযায়ী, কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে সেটি তীব্র শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) জানান, চলতি মাসে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ হতে পারে। এরই মধ্যে একটি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, যা আরও অন্তত দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে প্রভাব ফেলতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, জানুয়ারি মাসে বিশেষ করে নদী অববাহিকা এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কখনো কখনো এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ফলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের তীব্রতা বাড়তে পারে।
এ ছাড়া পূর্বাভাসে গত ডিসেম্বর মাসের আবহাওয়া পরিস্থিতির বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ওই মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৯৯ দশমিক ৩ শতাংশ কম বৃষ্টি হয়েছে। সবচেয়ে কম বৃষ্টি হয়েছে সিলেট, রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে। বাস্তবে এসব বিভাগে ডিসেম্বর মাসে কোনো বৃষ্টিই হয়নি।
ডিসেম্বর মাসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১ ডিসেম্বর গোপালগঞ্জে, যা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।





