ওমান জলসীমায় তেল ট্যাংকার জব্দ, ইউকেএমটিও ও ইরানের নৌবাহিনীর মধ্যে উত্তেজনা

প্রতীকী ছবি

বিশ্ব ডেস্ক: ইরান ও ওমানের মধ্যবর্তী জলসীমায় বৃহস্পতিবার (১১ জানুয়ারি) একটি তেলের ট্যাংকার জব্দ করেছে ইরানের নৌবাহিনী। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা আটকের বিষয়টি নিশ্চিত করে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন প্রকাশ করেছেন, তবে জাহাজটি শনাক্ত করতে পারেনি।

এদিকে বৃহস্পতিবার ওমান উপসাগরে বেশ কয়েকজন বন্দুকধারীর একটি জাহাজে ওঠার খবর পেয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও।

বৃটেইনের রয়্যাল নেভির অংশ ইউকেএমটিও’র বিজ্ঞপ্তিতে বলেছেন, ওমানের উত্তর উপকূলের বন্দর নগরী সোহার থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল পূর্বে একটি এলাকায় বৃহস্পতিবার ভোরে সশস্ত্র এবং মুখোশসহ সামরিক স্টাইলের কালো ইউনিফর্ম পরিহিত চার থেকে পাঁচজন ব্যক্তি জাহাজে ওঠেন।

ইউকেএমটিও জানিয়েছে, জাহাজটি ইরানের জলসীমার দিকে গতিপথ পরিবর্তন করেছে এবং জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিষয়টি কর্তৃপক্ষ তদন্ত করছে।

জাহাজগুলোকে সাবধানতার সঙ্গে চলাচল করতে এবং কোনও সন্দেহজনক কার্যক্রম দেখলে তা ইউকেএমটিওতে জানানোর পরামর্শ দেয়া হয়েছে।

নিকটবর্তী রেড সিতে তীব্র উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটেছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী কয়েক সপ্তাহ ধরে রেড সিতে আন্তর্জাতিক জাহাজে হামলা চালিয়ে আসছে।