বান্দরবানে বই বিতরণে উৎসবমুখর পরিবেশ

নতুন বছরে বান্দরবানে শিক্ষার্থীদের হাতে নতুন বই, উৎসবমুখর পরিবেশ।
অসীম রায় (অশ্বিনী): নতুন বছরের প্রথম দিনেই বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শুরু হয়েছে।
পহেলা জানুয়ারি জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বই বিতরণকে কেন্দ্র করে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। নতুন বই হাতে পেয়ে খুশিতে মেতে ওঠে খুদে শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বান্দরবানের স্কুলগুলোর আঙিনা নতুন বইয়ের গন্ধে মুখরিত হয়ে ওঠে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বছরের পাঠ্যবই, যা তাদের মাঝে নতুন স্বপ্ন ও উদ্দীপনার সঞ্চার করেছে। পুলিশ লাইন স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন শিক্ষকরা। এ সময় নতুন বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের ক্যালেন্ডারও দেওয়া হয়।
নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতিহা জানায়, বছরের প্রথম দিনেই সব বই হাতে পেয়ে সে খুবই আনন্দিত। নতুন বইয়ের ঘ্রাণ আর রঙিন প্রচ্ছদ তাকে পড়ালেখার প্রতি আরও আগ্রহী করে তুলেছে বলে জানায় সে। শুধু ফাতিহাই নয়, জেলার প্রায় সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেই দেখা গেছে একই রকম উচ্ছ্বাস।
জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের তথ্যমতে, বান্দরবান জেলার ৪৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বরাদ্দ অনুযায়ী মোট ৩ লাখ ৪১ হাজার ৯৪টি বই পাওয়া গেছে। এসব বই ইতোমধ্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ শুরু হয়েছে।
এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য নিজ নিজ মাতৃভাষায় পাঠ্যবই বিতরণ করা হচ্ছে। চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ৭ হাজার ৮৩১ জন শিক্ষার্থীর মাঝে মোট ১৭ হাজার ৮৭৫টি বই বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা এই অঞ্চলের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে ইবতেদায়ী, দাখিল, মাধ্যমিক, ইংরেজি ভার্সন ও ভোকেশনাল পর্যায়ে এ পর্যন্ত মোট ৫ লাখ ২৮ হাজার ৭১৯টি বই বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে।
নতুন বছরের প্রথম দিনেই বিনামূল্যের বই পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সন্তোষ প্রকাশ পেয়েছে। তারা আশা করছেন, নতুন বইয়ের এই আনন্দ শিক্ষার্থীদের সারা বছর পড়ালেখায় মনোযোগী ও আগ্রহী করে রাখবে।







